২৪ আগষ্ট শুক্রবার সকালে মাসদাইর ঈদগাহ মাঠে ইয়ূথ ফোরাম অব নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত মাস ব্যাপী আন্ত ওয়ার্ড ও পরবর্তী সময়ে আন্ত থানা ক্রিকেট প্রতিযোগিতার দুটি খেলা আজকে সম্পন্ন হয়েছে। প্রথম খেলাটি হয়েছে দুরন্ত যুব সংঘ বনাম রেনেসাঁ সাহিত্য সংস্কৃতি ক্লাব । এখানে বিজয় অর্জন করেছেন দুরন্ত যুব সংঘ পশ্চিম থানা।
দ্বিতীয় খেলাটি হয়েছে ইয়ং স্টার ক্লাব বনাম ফ্রেন্ডস ফোরাম ক্রীয়াচক্র। এখানে বিজয় অর্জন করেছেন ফ্রেন্ডস ফোরাম ক্রীড়া চক্র পূর্ব থানা ।
খেলা দুটি শুভ উদ্বোধন করেন ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সম্মানিত সভাপতি যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জামাল হোসেন।
শহর অঞ্চলের খেলা দুটি পরিচালনা করেন ইয়ুথ ফোরাম অব নারায়ণগঞ্জের সদস্য ফ্রেন্ডস ফোরাম অব নারায়ণগঞ্জের উপদেষ্টা এইচ ,এম নাসির উদ্দিন।
উপস্থিত ছিলেন দুরন্ত যুব সংঘের সম্মানিত চেয়ারম্যান জনাব এস তালুকদার, রেনেস সাহিত্য সংস্কৃতি সংসদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান, ইয়ং স্টার ক্লাবের সম্মানিত চেয়ারম্যান ড: নুরুল ইসলাম, ফ্রেন্ডস ফোরাম ক্রীড়া চক্রের সম্মানিত চেয়ারম্যান জনাব ফরিদ উদ্দিন আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরাম ক্রিড়া চক্রের সম্মানিত টিম ম্যানেজার জনাব মাওলানা নজরুল ইসলাম, ইয়ং স্টার ক্লাব এর টিম ম্যানেজার জনাব মোঃ খলিলুর রহমান, দুরন্ত যুব সংঘের টিম ম্যানেজার জনাব আব্দুল কুদ্দুস।
রেনেসাঁ সাহিত্য সংস্কৃতি টিম ম্যানেজার জনাব আবু রূশায়েদ তমাল ।
আরো উপস্থিত ছিলেন সিদ্দিরগঞ্জ যুব বিভাগের আইকন জনাব কামরুজ্জামান রিপন। ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সালাম মুজিবুর রহমান শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।।