1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন

ফকিরহাটের পিলজঙ্গে কন্যাবর্তিকা কর্মসূচীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

নারীর ক্ষমতায়ন ও এসডিজি অর্জনে কন্যাবর্তিকা কর্মসুচির আওতাধীন স্কুল শিক্ষার্থীর অবিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়ন পরিষদে মঙ্গলবার বিকাল ৩টায় সভাটি অনুষ্ঠিত হয়।
পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খনম। অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ, পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পিলজংগ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা, মা ও শিশু স্বাস্থ্য, আঙিনায় সবজি চাষ, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা, বাল্য বিবাহ রোধ এবং নারী শিক্ষার্থীর পাশে থেকে এ কর্মসূচীর আওতায় ইউনিয়ন পরিষদ কাজ করছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা