পটুয়াখালী: জেলার কলাপাড়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন দুস্থ ও অসহায় ব্যাক্তির মাঝে গরু, ছাগল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্ভোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাহাঙ্গীর হোসেন। তিনি বলেন বিদ্যানন্দ ফাউন্ডেশন সারা বছরই পিছিয়ে পরা জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে। আশা করি এটার ধারাবাহিকতা বজায় রাখবে।
এসময় ৪ জনকে গরু ও ৫ জনকে ছাগল এবং ১ জনকে দোকানের মালামাল প্রদান করা হয়।
এসময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রোজেক্ট সুপারভাইজার রানা আহম্মেদ বলেন, এটা আমাদের চলমান প্রজেক্ট। সারা বছরই আমরা দেশের প্রান্তিক মানুষদের ভাগ্য পরিবর্তন সহ নানা ধরনের উন্নয়ন কার্য পরিচালনা করে যাচ্ছি এবং এধরনের উন্নয়ন মুলক কাজ অব্যাহত থাকবে। তাছাড়া এর আগেও কলাপাড়ার বিভেন্ন ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সহযোগিতা প্রদান করেছে ফাউন্ডেশনটি ।