বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরে খাদ্য বান্ধব কর্মসুচির ফেয়ার প্রাইজের চাল গ্রাহকদের কম দেয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে।
একাধিক ভুক্তভোগী জানান, গ্রাহক অর্থাৎ কার্ডধারীরা ১৫ টাকা কেজি দরে প্রতি ৩০ কেজি করে চাল নিতে পারবেন। গত শনিবার উপজেলার মূলঘর ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে এসব কার্ডধারী গ্রাহকদের এক সাথে দুই মাসের চাল দেয়া হয়। কিন্তু কিছু গ্রাহকের অভিযোগ প্রতি ৩০ কেজির বস্তায় ১ থেকে ৩কেজি পর্যন্ত চাল কম পাওয়া গেছে। এসব গ্রাহকরা ডিলারের নিকট থেকে চাল নিয়ে বাইরে এসে দেখেন তাদের চাল কম হয়েছে। তখন গ্রাহকরা মূলঘর ইউপি চেয়ারম্যান এড. হিটলার গোলদার ও স্থানীয় ইউপি সদস্য বিধান কুমার মোহন্ত কে জানান।
বিষয়টি জানার পর জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে এসব গ্রাহকদের চাল পুনরায় মাপ দিয়ে সত্যতা নিশ্চিত হন।
অভিযুক্ত ডিলার সঞ্জিত মন্ডল জানান, শ্রমিকরা চাল মাপার সময় ডিজিটাল মাপযন্ত্রটি অসমতল স্থানে রাখায় এমনটি হয়েছে। তিনি স্বেচ্ছায় চাল কম দেননি। বিষয়টি জেনে ইতোমধ্যে তিনি ভুক্তভোগী পরিবারকে চাল ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
এ ব্যাপারে মূলঘর ইউপি চেয়ারম্যান এড. হিটলার গোলদার বলেন, কার্ডধারী গ্রাহকদের কাছে খবর পেয়ে তিনি আসেন। এসময় তিনি কয়েকজন গ্রাহকের চাল মেপে দেখেন ৩০ কেজির স্থলে ২ থেকে ৩ কেজি চাল কম হয়েছে। একই কথা বলেন ইউপি সদস্য বিধান কুমার মোহন্ত। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে তারা জানান।
এ বিষয়ে সাক্ষাতকারের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপঙ্কর কুমার মন্ডলের অফিস ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।