1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত, আহত-১

আহসান টিটু, বাগেরহাট :
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নয়ন দে (২৮) নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা সবুজ হোসেন গুরুত্বর আহত হয়েছেন।

খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নয়ন দে উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া গ্রামের গৌতম দে’র ছেলে। সে একটি বাস কাউন্টারে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার (১৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে নয়ন দে ও সবুজ হোসেন খুলনা থেকে মরটসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। লখপুর এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাকের সাথে মটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই গুরুত্বর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর আড়াইটার দিকে নয়ন দে মারা যান।

ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহযোগি পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা