নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউপি’র বাদেজুল গ্রামের অদম্য, মেধাবী মাহাবুর ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তিনি তাঁর শিক্ষা জীবনের শুরুতে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী কলেজ এরপর রাজশাহী বিশ্ব বিদ্যালয় হতে বাংলা
বিষয়ে অনার্স ও মাস্টার্স এ ফাস্ট ক্লাস নিয়ে সফলতার সাথে কৃতকার্য হন।
তাঁর বাবা মোঃ আব্দুল গফুর মোল্লা একজন পান ব্যবসায়ী। বর্তমানে ধুরইল ইউপি’র এক নম্বর ওয়ার্ড সদস্য তাঁর মা মাসুমা বেগম একজন গৃহিণী। দুই ভাই একবোনের মধ্য মাহাবুর মেজো।
ছেলের এই অভাবনীয় সাফল্যে তাঁর বাবা আব্দুল গফুর বলেন, বিসিএস পরীক্ষায় ছেলে টিকেছে খবরটি শুনে প্রাণ জুড়িয়ে গেছে। আমার স্বপ্ন আজ সত্যি হয়েছ। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া।’
সফলতার খবরে আনন্দিত তার মা মাসুমা বেগম বলেন,‘আমাদের কষ্ট আজ সার্থক হয়েছে। আল্লাহর রহমতে ও দশের দোয়ায় ছেলেটি বিসিএস পাশ করেছে।
মেধাবী বিসিএস শিক্ষা ক্যাডার মাহাবুর এঁর কৃতিত্বের এই সাফল্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা তাঁকে অনূকরন করে জাতিকে সামনের দিকে নিয়ে যাবে।
মাহাবুর ৪১ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোহনপুর উপজেলার নবাগত ইউএনও আয়েশা সিদ্দিকা, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল, ধুরইল ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, মোহনপুর মডেল প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম সোহেল, সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শাহীন সাগরসহ উপজেলার সুশীল সমাজ ও ধুরইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন।
সে দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে নিজ জন্মভূমির সম্মান বৃদ্ধি করে নিজেকে তুলে ধরবে বিশ্ব দরবারে এই প্রত্যাশা সকলের।