পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরকে হেয় প্রতিপন্ন করে বাউফলের এমপি আসম ফিরোজের দেয়া বক্তব্য প্রত্যারের দাবি জানিয়েছেন একই দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার উল্লেখ করেন, গত ৬ আগস্ট গণ ভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বাউফল উপজেলা আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের এমপি আসম ফিরোজ শনিবার(১২ আগস্ট) জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তী মারাত্মক ভাবে ক্ষুন্ন করেছেন। তিনি (আবদুল মোতালেব হাওলাদার) এ বক্তব্যর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসম ফিরোজ এমপিকে তার বক্তব্য প্রত্যাহারের করে নেয়ার জন্য অনুরোধ জানান।
এ ব্যাপারে এমপি আসম ফিরোজকে তার মোবাইল নম্বরে কল করা হলে বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি আসম ফিরোজের এপিএস আনিছুর রহমান বলেন,‘ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এ ধরণের প্রেস বিজ্ঞপ্তি দিতে পারেননা। তা ছাড়া এমপি আসম ফিরোজ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরকে হেয় প্রতিপন্ন করে এমন কোন বক্তব্য দেননি যে তাকে বক্তব্য প্রত্যাহার করতে হবে। ’
এদিকে ১৫ আগস্ট জাতীর জনক শেখ মুজিবুর রহমানে শাহাদৎ বাষির্কী উদযাপনকে কেন্দ্র করে এমপি আসম ফিরোজ গ্রুপ, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব গ্রুপ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল পৃথক পৃথক কর্মসূচী ঘোষনা করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।