ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ সজিব (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামে নিজ বসত ঘরে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. হারিস ডাক্তারের ছেলে।
নিহতের পরিবার সূত্র জানায়, আগামী ১৮ আগস্ট তার ওমান যাওয়ার ফ্লাইট ছিল। ঘটনার দিন সকালে নিজ বসত ঘরে একটি বাতির লাইনে সমস্যা হয়। পরে তিনি তা ঠিক করতে যান। এসময় বিদ্যুতের তার কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন। পরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।