পারভীন আক্তার, লালমোহনঃ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় আসারপর চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌছে দিয়েছেন। সাধারণ মানুষ এখন আর ঢাকা বরিশাল গিয়ে চিকিৎসা করতে হয় না।
বুধবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ডেঙ্গু রোগীর চিকিৎসা সহায়তা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এসময় তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন ও তাদের চিকিৎসা করাতে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও আরএমও ডাঃ মোঃ মহসিন এর উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।