পারভীন আক্তার, লালমোহনঃ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানকে নকল মুক্ত ঘোষণা করেছেন। সামনে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা সকলে নকল মুক্ত পরীক্ষার প্রস্তুুতি নিতে হবে। নকল করে পাশ করে চাকরির আসা করে কোন লাভ নেই। তোমাদের মেধা থাকলে অবশ্যই চাকরি হবে।
বুধবার সকালে লালমোহন হাজী নূরুল ইসলাম চৌধুরী মহা বিদ্যালয় ও মহিলা কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।