ভোলার বোরহানউদ্দিনে জুতার গোডাউনে আগুন লেগে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ৷
মঙ্গলবার (১ আগষ্ট) দিবাগত মধ্যরাত ২টার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজার মসজিদ মার্কেটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌছে প্রায় পৌনে ৩ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ৷ এ সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করেন ৷ এতে আগুনে পুড়ে ছাই হয় প্রায় ৫০ লক্ষ টাকার জুতা ও আসবাবপত্র।
গোডাউন মালিক ও স্থানীয়রা জানান, বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে । আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই গোডাউন থেকে আগুনের লেলিহান ছড়িয়ে যায় পুরো দোকানে ৷
ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক মোঃ জসিমউদ্দিন বলেন, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। মধ্য রাতে একজন ফোন করে বলেন আমাদের দোকানে আগুন লেগেছে। আগুনে আমার প্রায় ৫০ লক্ষ টাকার জুতা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েগেছে ৷
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে বোরহানউদ্দিন ও তজুমউদ্দিন উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ৷
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান ৷
বোরহানউদ্দিন থানার (ওসি) মোঃ মনির হোসেন মিয়া, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি ৷ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।