1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন

ফকিরহাটে এলসিএস কর্মীদের চেক বিতরণ করেন বিভাগীয় কমিশনার

আহসান টিটু, বাগেরহাট :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৫৫ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাটে গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কর্মসুচী শীর্ষক প্রকল্পের আওতায় এলসিএস কর্মী ও সুপারভাইজারদের সঞ্চয়ের চেক বিতরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে খুলনা বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ প্রধান অতিথি হিসেবে এসব এলসিএস কর্মী ও সুপারভাইজারদের হাতে সঞ্চয়ের চেক তুলে দেন।
এদিন ৫৯জন এলসিএস কর্মী ও ২জন সুপারভাইজারকে মোট ৬৫ লাখ ৫০হাজার ৮৮৭ হাজার টাকার সঞ্চয়ের চেক বিতরণ করা হয়।

বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, এলসিএস কর্মী  মর্জিনা বেগম, রোকেয়া বেগম প্রমূখ।

এসময় খুলনা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এএসএম শাহনাজ  মেহেদী রিজভী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলসিএস কর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা