1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন

ফকিরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আহসান টিটু, বাগেরহাট :
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

সারা দেশের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।

রোববার (৩০ জুলাই) বিকাল ৪টায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি শেখ আব্দুল রাজ্জাক, শেখ মোস্তাহিদ সুজা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তব্যে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ বলেন, ‘আমরা যা আশঙ্কা করেছি, তাই সত্যি হয়েছে। অগ্নিসন্ত্রাসের রাজনীতি তারা এখনো ছাড়তে পারেনি। গতকালই তারা তা জাতীকে দেখিয়ে দিয়েছে। কিন্তু ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ জনগণের জান-মাল রক্ষা ও মানুষের গণতান্ত্রীক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে।’ #

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা