বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে লালমোহন উপজেলা আওয়ামী লীগ এবং তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে।
বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টায় লালমোহন চৌরাস্তায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এ-সময় এমপি শাওন বলেন, সারাদেশের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপির, বহির্বিশ্বের কাছে তারা, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। বাংলাদেশ সরকারের এত উন্নয়ন তাদের সহ্য হয় না, যখন তারা বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে কোন লাভ হয় নি, ঠিক তখনই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আগুন সন্ত্রাসের নামে বিভিন্ন সমাবেশে করে, সাধারণ মানুষের মাঝে অশান্তির পায়তারা করছে।
বাংলাদেশ আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী, আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ কোন অসুস্থ করলে আওয়ামী লীগ তার কঠিন জবাব দেবে।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা পপরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, পৌরসভা আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যযুগ্ম-আহ্ববায়ক আনম শাহ জামাল দুলাল, উপজেলা মহিলালীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সম্পাদক তপতী সরকার, পৌরসভা মহিলালীগের সভাপতি সালমা জাহান বুলু, সম্পাদক পারভীন আক্তার, যুব মহিলালীগের সভাপতি কামরুন্নাহার সুমি, সাধারণ সম্পাদক শিরিণ আক্তারসহ দুই উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে লালমোহন চৌরাস্তা থেকে র্যালি ভোলা-৩ সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর নেতৃত্বে বিশাল র্যালি শুরু হয়। র্যালিটি পৌরসভার প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।