1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন

ফকিরহাটে প্রাণিসম্পদ দপ্তরের বিনামূল্যে পশুচিকিৎসা সেবা ক্যাম্প

আহসান টিটু, বাগেরহাট :
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৮৩ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটোরিনারি হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে গবাদি পশু পাখির ভ্যাকসিন, চিকিৎসা সেবা প্রদান ও ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে।

পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে রোববার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মৌভোগ মধ্যপাড়ায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় ১২২টি গরু ও ১৭৭টি ছাগলকে ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়া ৫২টি গরু, ৮৩টি ছাগল ও ১২০টি হাঁস-মুরগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় চাষিদের মধ্যে বিনামূল্যে ২ হাজার পিস উন্নত জাতের রেড পাকচং ঘাসের কাটিং প্রদান করা হয়।

ফকিরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান বলেন, ফকিরহাট প্রাণিসম্পদে সমৃদ্ধ একটি জনপদ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সেবাসমূহ জনগণের মাঝে ছড়িয়ে দিতে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা