আগামী ১৭জুলাই কেন্দ্র ঘোষিত খুলনা বিভাগীয় তারুণ্য সমাবেশ সফল করার লক্ষ্যে মোংলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ জুলাই) বিকেল ৪টায় মাদ্রাসা রোডস্থ মোংলা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মোংলা পৌর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে।
মোংলা পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ইমরান হোসেন’ সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য মো: আলাউদ্দিন হোসেন’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জুলফিকার আলী।
বক্তারা বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এক দফা আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাতে হবে। সকলকে ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশে উপস্থিত থাকার আহবান জানান বক্তারা।
উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। গত ১৪ জুন চট্টগ্রাম বিভাগে সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছিল, যা ২২ জুলাই ঢাকায় শেষ হবে।
সভায় পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ যুবদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।