1. admin@upokulbarta.news : admin :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভরশীল দেশ জাপান লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ফকিরহাট নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ফকিরহাটে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান ফকিরহাট আ’লীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠিত নারী নির্যাতন মামলা করায় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ হেভিওয়েট প্রার্থী এ এইচ এম মাসুদ দুলাল পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সোনারগাঁয়ে ব্যাপক পরিচিতি রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ ভোলার মনপুরা থানার ওসি তদন্ত’র মাদক বিরোধী অভিযানে আটক-২

ট্রলি চাপায় এসিআই কোম্পানির বিক্রয় প্রতিনিধি গুরুতর আহত

আহসান টিটু, বাগেরহাট :
  • আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

বাগেহাটের ফকিরহাট উপজেলার সিংগাতি এলাকায় ইট বোঝাই ট্রলির চাপায় মোটরসাইকেলসহ আবু বকর (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি এসিআই ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার সিংগাতি মিজান মেম্বারের বাড়ির সামনের সড়কে ইট বোঝাই দ্রæতগামী একটি শ্যালো ইঞ্জিন চালিত থ্রি- হুইলার ট্রলি মোটরসাইকেলসহ আবু বকরকে চাপা দেয়। রূপসা বাগেরহাট আঞ্চলিক মহাসড়ক দিয়ে আবু বকর সিংগাতি থেকে বাড়াশিয়ার দিকে মটরসাইকেল যোগে যাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত হয়ে ট্রলির চাকার নিচে পড়ে আবু বকরের মাথায় গুরুতর আঘাত লাগে। এসময়ে স্থানীয় লোকজন ও ফকিরহাট ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফায়ার সার্ভিস তাদের এম্বুলেন্সে পৌঁছে দেয়।

আহত আবু বকর উপজেলার শাহআউলিয়াবাগ গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. প্রত্যয় দাস জানান, আহত আবু বকরের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। এছাড়া মুখমন্ডলের বিভিন্ন স্থান ও চোয়াল ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরণ করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলিমুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রলিটি জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা