বাগেরহাটের ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের মাসিক সভা, ঈদ পূণর্মিলনী ও নিজস্ব কার্যালয় উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল ৫টায় প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এই সংগঠনের চতুর্থ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মান্না দে। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আহসান টিটু, শেখ জুলফিকার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক সুমন কর্মকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ অনুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সুমন দে, নির্বাহী সদস্য ফকির দাউদ হায়দার বাবু, সদস্য সোনাতন কর্মকার, মিজানুর রহমান লিটন, এসএ কালাম, সোহরাব হোসেন, আজমল হোসেন প্রমূখ। সভায় ২৩ সদস্য বিশিষ্ট সাংবাদিক ইউনিয়নের সদস্য ছাড়াও উপদেষ্টা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভা শেষে সংবাদকর্মী ও সুধিজনদের সাথে নিয়ে সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন উপদেষ্টা আমিরুল ইসলাম। #