টাইগার ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল আজ হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন। তাতেই যেন মন ভেঙেছে কোটি ক্রিকেট ভক্তের। এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই। তার বিদায়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন ইতোমধ্যেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাস।
অন্যদিকে চলতি আফগানিস্তান সিরিজের অধিনায়কের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিসিবির বেশ কিছু সূত্র জানাচ্ছে তামিম ইকবালের অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন কুমার দাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য সাবেক হওয়া তামিমের ওপেনিং পার্টনার লিটন লেখেন, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। একসঙ্গে অনেক স্মৃতি আছে। বিশ্বাস করতে পারছি না যে, আপনি আর বাংলাদেশের হয়ে খেলবেন না। আপনাকে খুব মিস করব ভাই। আপনার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা।’
লিটনকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনাও করছে বোর্ড। আজ তামিমের অবসর ঘোষণার পর বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস তেমনই ইঙ্গিত দিলেন, ‘সামনে যেহেতু বিশ্বকাপ আছে, এটিও মাথায় রাখতে হবে আমাদের। তবে সহঅধিনায়ক হিসেবে লিটনের ওপর আস্থা রাখতে যাচ্ছে বোর্ড। আর বিশ্বকাপ অধিনায়কের ব্যাপারটি এই সিরিজশেষে বোর্ড সভার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।