মানবসেবার শপথ নিন, মুমূর্ষুকে রক্ত দিন’ স্লোগানকে সামনে রেখে দৌলতখানে জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) দৌলতখান উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জনসেবা ব্লাড ডোনেশন ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ভোলা-২ আসনের সাংসদ জনাব আলী আজম মুকুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো: সাইদুজ্জামান, বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বিতীয় রক্তদাতা মোশাররফ হোসেন ও মানবিক পুলিশ জীবন মাহমুদ সহ প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ইমাম হোসাইন বলেন, আমরা রক্তশূন্যতা রোগীর রক্তের অভাব পূরণে কাজ করে যাচ্ছি। আমরা সব সময় মুমূর্ষ রোগীর রক্ত সংগ্রহে নিজেদেরকে সদা নিয়োজিত রাখবো।