জেএম.মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর উদ্ভোধন হলো ভোলার বোরহানউদ্দিন উপজেলার নবনির্মিত আধুনিক দেউলা লঞ্চঘাট ৷
শনিবার (২৪ জুন) সকাল ১১ টায় অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বাস্তবায়নে নবনির্মিত লঞ্চঘাটে ১২০ ফিট লম্বা পল্টুন ও ১২৫ ফুট দৈর্ঘ্যের রাস্তা উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া, ঘাট ইজারাদার সুজন আরিন্দা প্রমূখ ও স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাচড়া ইউপি চেয়ারম্যান মোঃ মহিবুল্লাহ মৃধা ৷
স্বাধীনতার পূর্ব থেকে চালু হওয়া এই ঘাটটিতে কোনো পল্টুন না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হতো লঞ্চ যাত্রীদের ৷ প্রতিনিয়ত হাটু কোমর পানি অথবা নৌকায় করে লঞ্চে উঠতে হতো ৷ কিন্তু এখন থেকে আর সেই দূর্ভোগ থাকছে না ৷ দীর্ঘ প্রায় ৬০ বছর পর পল্টুন পেয়ে প্রান চাঞ্চল্য ফিরে এসেছে সাধারন যাত্রীদের মাঝে ৷
উদ্ভোধনের পর স্থানীয় আলতাফ কাজি ও ফারুক মিয়া জানান, পল্টুন হওয়াতে লঞ্চে উঠা নামা করতে আমাদের সুবিধা হয়েছে ৷ দীর্ঘ বছর ধরে আমরা কষ্টে ছিলাম ৷ এখন সেটা থেকে মুক্ত হলাম ৷
মুদি ব্যবসায়ী মোঃ রাসেল জানান, আগে ঢাকা থেকে মালামাল আনতে আমাদের অনেক কষ্ট হতো ৷ মালামাল নামাতে গিয়ে অনেক সময় পানিতে পড়ে ভিজে যেত ৷ এখন পল্টুন হওয়াতে মালামাল আনতে সুবিধা হবে ৷ খরচও অনেক কম হবে ৷
এদিকে কাচরী হাট থেকে লঞ্চঘাট পর্যন্ত রাস্তাটি সংস্কার করে আরো ভালো করে নির্মানের দাবী করছেন সাধারন যাত্রী ও স্থানীয়রা ৷