পটুয়াখালী:
পটুয়াখালীর লাউকাঠী ইউনিয়নের টেউখালীতে ক্রয় করা রান্না ঘরের দখল নিয়ে দ্বন্দ্বে ঘরটি ভাংচুরে ঘটনা ঘটেছে।
গত ১৪ জুন সকালে ভুক্তভোগী বাবুল সরকারের টেউখালী গ্রামের বসতবাড়ীতে এঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী বাবুল আক্তার বাদী হয়ে তিনজনকে বিবাদী করে পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছে। বাবুল একই এলাকার মৃত্যু শুলিশ সরকারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাবুল সরকার এবং বিবাদী রানী বালা সরকার, রেখা রানী ও শুধাংশু সরকার একই বাড়ির চাচাতো ভাই বোন। বিবাদী রানী বালা সরকারের স্বামী সখানাথ সরকারের মৃত্যুর আগে ভুক্তভোগী বাবুল সরকারের কাছে মৌখিক ভাবে তার রান্না ঘর বিক্রি করে এবং সে থেকেই বাবুল ভোগ দখল করে আসছিলো।
ঘটনার দিন ১৪ জুন সকালে ভুক্তভোগী বাবুল সরকারের টেউখালী গ্রামের বসতবাড়ীর রান্না ঘরে হামলা করে ভাংচুর করে বিবাদীরা এবং ভুক্তভোগী বাবুল সরকারকে হত্যা গুমের হুমকি দেয়। পরে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।