ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে মো. রাকিব শেখ (১৬) নামে মাইক্রোবাসের এক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) সকালে পুলিশ রাকিব শেখের মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে নিহত মো. রাকিব শেখ পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকার মৃত রেজাউল শেখের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাতে পরিবারের লোকজন মো. রাকিব শেখকে বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, প্রেমঘটিত কারনে সে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তবে তার মৃত্যুর কারন পুলিশ জানাতে পারেনি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তার কারন জানা যাবে বলে তিনি জানান।