ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ৪ হাজার ৪০০ শত পিচ অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মো ফেরদৌস (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি চৌকস টিম।
কোষ্টগার্ড দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জুন) আনুমানিক ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপাজেলাধীন ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা পাঁচারকালে উক্ত এলাকা হতে ৪ হাজার ৪০০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ফয়েল পেপার সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন মোঃ ফেরদৌস হোসেন (২৫) বরিশাল জেলার বরিশাল সদর উপজেলাধীন চরমোনাই গ্রামের বাসিন্দা।
কোষ্টগার্ড দক্ষিণ জোন সূত্রে আরো জানা যায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট মো. শাফিউল কিঞ্জন এ তথ্য নিশ্চিত করে জানান, ফেরদৌস বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত মাদকের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।