ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের সদ্য প্রয়াত ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দীন মোহাম্মদ মোল্লার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫জুন) সকাল ১০টায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থী ও সহকর্মীরা শ্রদ্ধা ও চোখের জলে গুণী এ শিক্ষককে স্মরণ করেন।
শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম। প্রভাষক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. হোসাইন সায়েদীন, মো. সিরাজুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, উৎপল কুমার দাশ, অপূর্ব লাল সাহা। এছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আলহাজ্ব মো. সিদ্দিক আলী, মো. ফারুকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শুভদিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ শহিদুল ইসলাম, প্রয়াত দীন মোহম্মদ মোল্লার ভাই শিক্ষক মানসুর মোল্লা, প্রধান শিক্ষক শেখ শহিদুল্লাহ, আব্দুর সবুর শেখ সহ কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। সভায় শিক্ষক দীন মোহাম্মদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।