ভোলা প্রতিনিধিঃ
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ কে জয়ী করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করছেন। তারই অংশ হিসেবে গতকাল (৬ জুন) নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ’র পক্ষে গনসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন শাখা ।
এই গণসংযোগে আগামী ১২ জুন সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ। গণসংযোগ শেষে আওয়ামী লীগ অফিসের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, কার্যনির্বাহী সদস্য সুখেন্দু বৈদ্য, আবুল কালাম সিকদার, জাতীয় পরিষদ সদস্য আসাদুজ্জামান রনো ও সিরাজুল ইসলাম হাওলাদার সহ বরিশাল মহানগর,বরিশাল জেলা, বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর জেলার সভাপতি সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উক্ত প্রচার-প্রচারণায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী পাপন সহ ভোলা জেলা স্বেচ্ছাসেবকলীগের শতাধিক নেতাকর্মী ।