স্টাফ রিপোর্টারঃ
রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার শেষে কবরে শায়িত হলেন ভোলা জেলার মুক্তিযোদ্ধার হাইকমান্ডার ও ভোলা-২ (তৎকালীন বাকেরগঞ্জ-৪) আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম সিদ্দিকুর রহমান ৷ ৷
শনিবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে তার ১ম জানাজার পূর্বে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয় ৷ এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, ওসি মনির হোসেন মিয়া, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ৷
তার মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালনে করেন তারা ৷ পরে সকাল ১১টায় তার নিজ গ্রামের মজমের হাট ফাজিল মাদ্রাসার মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ৷ তার জানাজায় সর্বস্থরের মানুষ অংশ গ্রহন করেন৷
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল ১১ টায় ঢাকায় তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন ৷
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকালে ভোলা জেলার মুক্তিযোদ্ধার হাইকমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ৷ অসামান্য অবদানের জন্য তাক্ বীর মুক্তিযোদ্ধা খেতাব দেয়া হয় ৷ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে বীর দর্পে যুদ্ধ করে জয়ী হওয়ায় বাঘা ছিদ্দিক নামে এলাকায় পরিচিত লাভ করেন ৷ ১৯৭৯ ও ১৯৮৮ সালের জাতীয় নির্বাচনে ভোলা-২ (তৎকালীন বাকেরগঞ্জ-৪) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ৷